Cancelation Policy

Forbuy BD একটি মাল্টি-ভেন্ডর ও মাল্টি-সার্ভিস প্ল্যাটফর্ম। তাই বাতিল নীতিমালা পণ্য বা সেবার ধরন অনুযায়ী ভিন্ন হতে পারে।


১. ফিজিক্যাল পণ্য (Marketplace Orders)

  • অর্ডার প্রসেসিং বা শিপমেন্ট শুরু হওয়ার আগে বাতিল করা যেতে পারে

  • শিপমেন্ট শুরু হয়ে গেলে সাধারণত অর্ডার বাতিল করা যাবে না

  • ডেলিভারির সময় ক্রেতা পণ্য গ্রহণ না করলে সেটি ডেলিভারি ব্যর্থ হিসেবে গণ্য হবে

 


২. ডিজিটাল ও কাস্টম সার্ভিস

  • সার্ভিস কাজ শুরু হওয়ার আগে বাতিল করা যেতে পারে

  • কাজ শুরু হয়ে গেলে সার্ভিস বাতিল বা রিফান্ড প্রযোজ্য নয়

  • বিশেষ ক্ষেত্রে Forbuy BD বিবেচনা করে সিদ্ধান্ত নিতে পারে

 


৩. সেলার কর্তৃক বাতিল

  • পণ্য স্টক আউট বা সরবরাহ সম্ভব না হলে সেলার অর্ডার বাতিল করতে পারে

  • বারবার সেলার বাতিল করলে সেলার অ্যাকাউন্টে সীমাবদ্ধতা আরোপ হতে পারে

 


৪. Forbuy BD কর্তৃক বাতিল

নিচের ক্ষেত্রে Forbuy BD অর্ডার বাতিল করার অধিকার রাখে:

  • ভুল মূল্য বা তথ্য

  • প্রতারণামূলক কার্যক্রম

  • সিস্টেম বা পেমেন্ট সমস্যা

 


৫. বাতিলের রিফান্ড

  • অনুমোদিত বাতিলের ক্ষেত্রে রিফান্ড মূল পেমেন্ট পদ্ধতিতে দেওয়া হবে

  • রিফান্ড সম্পন্ন হতে ৭–১৪ কার্যদিবস সময় লাগতে পারে