Terms And Conditions

এই শর্তাবলি Forbuy BD ওয়েবসাইট, অ্যাপ এবং এর সকল সেবা ব্যবহারের ক্ষেত্রে প্রযোজ্য। Forbuy BD ব্যবহার করার মাধ্যমে আপনি এই শর্তাবলিতে সম্মত হচ্ছেন। আপনি যদি সম্মত না হন, অনুগ্রহ করে প্ল্যাটফর্ম ব্যবহার করবেন না।

 

১. পরিচিতি

Forbuy BD একটি অনলাইন মার্কেটপ্লেস যা Forway Bangladesh দ্বারা পরিচালিত। এখানে ক্রেতা ও বিক্রেতারা পণ্য ক্রয়-বিক্রয় করতে পারেন। এই শর্তাবলি প্ল্যাটফর্ম ব্যবহারের সকল নিয়ম নির্ধারণ করে।

Forway Bangladesh যেকোনো সময় এই শর্তাবলি পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে। পরিবর্তনের পর প্ল্যাটফর্ম ব্যবহার করলে সেটি আপনার সম্মতি হিসেবে গণ্য হবে।

 

২. যোগ্যতা

Forbuy BD ব্যবহার করতে হলে আপনার বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং আইনগতভাবে চুক্তি করার সক্ষমতা থাকতে হবে। অ্যাকাউন্ট খোলার সময় দেওয়া তথ্য সঠিক ও হালনাগাদ হতে হবে।

 

৩. অ্যাকাউন্ট নিবন্ধন

কিছু সেবা ব্যবহারের জন্য অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আপনি দায়বদ্ধ থাকবেন:

  • আপনার লগইন তথ্য গোপন রাখার জন্য
  • আপনার অ্যাকাউন্টের মাধ্যমে হওয়া সকল কার্যক্রমের জন্য

অ্যাকাউন্টে সন্দেহজনক কার্যক্রম দেখা গেলে Forbuy BD তা স্থগিত বা বাতিল করতে পারে।

 

৪. প্ল্যাটফর্ম ব্যবহারের নিয়ম

আপনি আইনসম্মত ও নৈতিকভাবে প্ল্যাটফর্ম ব্যবহার করবেন। নিচের কাজগুলো নিষিদ্ধ:

  • প্রতারণামূলক বা অবৈধ কার্যক্রম
  • অনুমতি ছাড়া কন্টেন্ট কপি বা পরিবর্তন
  • সিস্টেম বা নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা

 

৫. ক্রেতাদের জন্য শর্ত

ক্রেতারা সম্মত হচ্ছেন যে তারা:

  • সঠিক ঠিকানা ও পেমেন্ট তথ্য প্রদান করবেন
  • শুধুমাত্র Forbuy BD প্ল্যাটফর্মের মাধ্যমেই লেনদেন করবেন
  • ভুয়া অর্ডার, ভুয়া রিভিউ বা প্রতারণামূলক কার্যক্রম করবেন না

 

৬. বিক্রেতাদের জন্য শর্ত

বিক্রেতারা দায়বদ্ধ থাকবেন:

  • পণ্যের সঠিক তথ্য ও মূল্য প্রদানের জন্য
  • সময়মতো পণ্য ডেলিভারি দেওয়ার জন্য
  • রিটার্ন ও রিফান্ড নীতিমালা অনুসরণ করার জন্য

নিয়ম ভঙ্গ করলে Forbuy BD যেকোনো পণ্য বা বিক্রেতার অ্যাকাউন্ট বাতিল করার অধিকার রাখে।

 

৭. অর্ডার ও পেমেন্ট

সব অর্ডার প্রাপ্যতা ও যাচাই সাপেক্ষে গ্রহণ করা হয়। প্ল্যাটফর্মে উল্লেখিত পেমেন্ট পদ্ধতির মাধ্যমেই লেনদেন করতে হবে।

 

৮. রিটার্ন, রিফান্ড ও বাতিলকরণ

রিটার্ন ও রিফান্ড Forbuy BD এর নির্ধারিত নীতিমালা অনুযায়ী হবে। পণ্যের অবস্থা ও শর্ত পূরণ হলে তবেই রিফান্ড প্রযোজ্য হবে।

৯. মেধাস্বত্ব (Intellectual Property)

Forbuy BD ওয়েবসাইটের সকল লেখা, ছবি, লোগো ও সফটওয়্যার Forbuy BD বা Forway Bangladesh-এর সম্পত্তি। অনুমতি ছাড়া এগুলো ব্যবহার করা যাবে না।

১০. গোপনীয়তা নীতি

আপনার ব্যক্তিগত তথ্য Forbuy BD এর Privacy Policy অনুযায়ী সংগ্রহ ও সংরক্ষণ করা হয়।

১১. দায় সীমাবদ্ধতা

Forbuy BD “যেমন আছে” ভিত্তিতে সেবা প্রদান করে। কোনো পরোক্ষ ক্ষতি বা আর্থিক ক্ষতির জন্য Forbuy BD দায়ী থাকবে না। আইন অনুযায়ী সর্বোচ্চ সীমার মধ্যেই দায় প্রযোজ্য হবে।

 

১২. প্রযোজ্য আইন

এই শর্তাবলি বাংলাদেশে প্রযোজ্য আইন অনুযায়ী পরিচালিত হবে এবং যেকোনো বিরোধ বাংলাদেশের আদালতে নিষ্পত্তি হবে।

 

১৩. যোগাযোগ

কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন