Shipping Policy

১. ডেলিভারি এলাকা

Forbuy BD বাংলাদেশের ভেতরে ডেলিভারি প্রদান করে।
কিছু নির্দিষ্ট এলাকা বা পণ্যের ক্ষেত্রে ডেলিভারি সীমিত হতে পারে।


২. ডেলিভারি সময়

  • ঢাকার ভেতরে: আনুমানিক ১–৩ কার্যদিবস

  • ঢাকার বাইরে: আনুমানিক ৩–৭ কার্যদিবস

ডেলিভারি সময় পণ্য, এলাকা ও পরিস্থিতি অনুযায়ী পরিবর্তিত হতে পারে।


৩. শিপিং চার্জ

  • শিপিং চার্জ পণ্য ও লোকেশন অনুযায়ী নির্ধারিত হবে

  • অর্ডার কনফার্মের সময় শিপিং চার্জ দেখানো হবে

 


৪. ডেলিভারি ব্যর্থতা

নিচের কারণে ডেলিভারি ব্যর্থ হতে পারে:

  • ভুল বা অসম্পূর্ণ ঠিকানা

  • ক্রেতা অনুপস্থিত থাকা

  • একাধিকবার কল রিসিভ না করা

এই ক্ষেত্রে অতিরিক্ত চার্জ প্রযোজ্য হতে পারে।


৫. সেলার ও থার্ড-পার্টি ডেলিভারি

  • কিছু পণ্য সরাসরি সেলার বা থার্ড-পার্টি কুরিয়ার দ্বারা পাঠানো হতে পারে

  • ডেলিভারির মান ও সময় সেলার অনুযায়ী ভিন্ন হতে পারে

 


৬. অনিবার্য পরিস্থিতি

প্রাকৃতিক দুর্যোগ, হরতাল, সরকারি নির্দেশ বা অন্য অনিবার্য কারণে ডেলিভারি দেরি হতে পারে। এই ক্ষেত্রে Forbuy BD দায়ী থাকবে না।